<span class="title">কোরআন থেকে<br>
</span>
মুমিনদেরকে বলুন,তারা যেনতাদের দৃষ্টি নত রাখে এবংতাদের যৌনাঙ্গের হেফাযত করে।এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে।নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।(সূরাঃ আন-নূর,আয়াতঃ৩০)
<br><br><br>
<span class="title">হাদিসের আলো<br>
</span>
কেয়ামতে সাত ধরনের ব্যক্তি আল্লাহর ছায়ায় আশ্রয় পাবে
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু‘আলাইহি ওয়াসাল্লাম বলেন:“সাত ব্যক্তিকে আল্লাহ্ তাঁর ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোন ছায়াই অবশিষ্ট থাকবে না। (তারা হলো: ১) ন্যায়পরায়ন শাসক, (২) যে যুবক আল্লাহর ইবাদাতের মধ্যে বড় হয়েছে,(৩) যে ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে গেলেও তার অন্তর এর সাথে সম্পৃক্ত থাকে, (৪) এমন দু’জন লোক যারা আল্লাহর জন্য পরস্পরভালবাসা স্থাপন করেছে; এইসম্পর্কেই একত্র থাকে এবংবিচ্ছিন্ন হয়, (৫) এমন ব্যক্তি যাকে কোন অভিজাত পরিবারের সুন্দরী রূপসী নারী (খারাপ কাজে) আহ্বানকরেছে কিন্তু সে তাকে এই বলে প্রত্যাখ্যান করেছে; আমি আল্লাহকে ভয় করি, (৬) এমন ব্যক্তি যে এত গোপনেরদান-সদকা করেছে যে, তার ডান হাত যা দান করেছে তার বাম হাতও তা জানতে পারেনিযে, ডান হাত কি দান করেছে, (৭) যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করেছে এবংতার দু’চোখ বয়ে পানি পড়েছে।” [বুখারী: ৬৬০, মুসলিম: ১০৩১]
var scrollspeed = "1" // SET SCROLLER SPEED 1 = SLOWEST
var speedjump = "30" // ADJUST SCROLL JUMPING = RANGE 20 TO 40
var startdelay = "2" // START SCROLLING DELAY IN SECONDS
var nextdelay = "0" // SECOND SCROLL DELAY IN SECONDS 0 = QUICKEST
var topspace = "2px" // TOP SPACING FIRST TIME SCROLLING
var frameheight = "200px" // IF YOU RESIZE THE WINDOW EDIT THIS HEIGHT TO MATCH
current = (scrollspeed)
function HeightData(){
AreaHeight=dataobj.offsetHeight
if (AreaHeight==0){
setTimeout("HeightData()",( startdelay * 1000 ))
}
else {
ScrollNewsDiv()
}}