Lamborghini Huracán LP 610-4 t
ভূতুরে বাড়ি
মোঃ জাবেদ ভুঁইয়া
প্রকাশকালঃ ২০১১
প্রভাতী প্রকাশনি
||এক||
রাতটা ভিশন আঁধারে ।রাস্তাটা আরও অন্ধকার ।চারদিকে একটানা ঝিঝি পোকার ডাক আর খনে খনে পাখিদের চিত্‍কার রাতটাকে আর একটু বেশি ভূতুরে করে তুলেছে যেন । এই অন্ধকার কালোময়তায় ঢাকা রাস্তাটা দিয়ে হাটছি আমরা দু বন্ধু ।আমি অভি আর বন্ধু শিলু । আমার হাতে একটা কালো ব্যাগ ।আর শিলুর হাতে কোন ব্যাগ নেই ।কারন আমি ওর বাড়িতেই যাচ্ছি ।ও এসেছে আমাকে নিতে । শিলুর ফোন পেয়েছিলাম সকল ১০টার দিকে ।ঘুম থেকে ওঠে সদ্য দাঁত ব্রাশ করছিলাম আর মনে মনে গ্রীষ্মকালীন ছুটিটা কিভাবে কাটাব সে বিষয়ে একটা রুটিন গেথে নিচ্ছিলাম মগজে ।কিন্তু শিলুর একটা ফোনই সব ওলট পালট করে দিল ।সদ্য গুছিয়ে নেওয়া রুটিনটার আগা থেকে গোড়া সমস্তটায় পাল্টে গেল ।একদম ফরফরিয়ে । দ্রুত ব্যাগপত্র গুছিয়ে সেইযে ট্রেনে উঠলাম নাম রাত বারোটায় ।বাইরে বেরিয়ে শীতের চেয়েও আরও বেশি জমে গেলাম ।দেখলাম পুরো ষ্টেশনটা ফাকা ।শুধু এককোনে দাড়িয়ে আছে শিলু ।গাড়ি ঘোড়ার কোন ছায়াও দেখলাম না আশেপাশে । :-কিরে ব্যাগ নিয়ে হাটতে কি অসুবিধা হচ্ছে ? একটা উচুমতো জায়গা পেরোতে গিয়ে আমার দিকে প্রশ্নটা ছুড়ে দিল শীলু । :-না বরং ভালোই লাগছে । আর ভাল যে লাগছে সেটা বুঝাতেই ব্যাগটা এক হাত থেকে অন্য হাতে স্থানান্তরিত করলাম আমি । দেখলাম শীলু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে ।