XtGem Forum catalog
||আমাদের উদ্দেশ্য||
সেদিন ফেসবুকের একটা জরিপে দেখলাম যে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার প্রায় ১৫% লোক মোবাইলে ইন্টারনেট ব্যবহার ।যদি সেই সেই ১৫% লোকের ২% লোক বই পড়তে ভালবাসে তবে ঐ ২% লোকের জন্যই আমাদের এই প্রচেষ্টা ।অর্থ্যাত্‍ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার ব্যবহার কারী বই পড়ুয়া ভাইরা যেমন মনের আনন্দে একের পর এক বই পড়ে শেষ করে তেমনি মোবাইল ব্যবহারকারী ভাইরা মনের আনন্দে একের পর এক বই পড়ে শেষ করুক আর জ্ঞান লাভে সমর্থ হোক ।
876